• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মার্চেই ৪০তম বিসিএসের ফল 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৬:৫৮ পিএম
মার্চেই ৪০তম বিসিএসের ফল 
ফাইল ছবি

আসছে মার্চের মধ্যে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের পিএসসির প্রধান কার্যালয়ে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নেওয়া হবে। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশে এগিয়ে যাবে পিএসসি।

এ বিষয়ে গণমাধ্যমকে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, “৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে মার্চের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”

এর আগে ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। 

এর মধ্যে ৩ লাখ ২৭ হাজার পরীক্ষা দিয়েছেন। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে মোট এক হাজার ৯৬৪ জন উত্তীর্ণ হয়েছেন।

Link copied!